প্রথম পাতা খবর এনডিএ জোটের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই দ্রৌপদী মুর্মুকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা

এনডিএ জোটের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই দ্রৌপদী মুর্মুকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা

64 views
A+A-
Reset

নয়াদিল্লি: রাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পরই দ্রৌপদী মুর্মুকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র।

মঙ্গলবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী হিসাবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপালের নাম ঘোষণা করেন জেপি নড্ডা। অন্য দিকে বিরোধীদের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি পদের লড়াইয়ে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্‌হা।

ওড়িশার এক সাওতাল পরিবারে জন্ম নেওয়া দ্রৌপদী ১৯৯৭ সালে রায়ারংপুর পঞ্চায়েতের একজন কাউন্সিলর হিসাবে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০০ এবং ২০০৪ সালে বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রী হন দ্রৌপদী। ২০১৫ সালে তিনি ঝাড়খণ্ডের প্রথম মহিলার রাজ্যপাল হিসাবে শপথ নেন।

বিজেডির থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরও ২০০৯ সালে তিনি তাঁর বিধানসভা আসনটি ধরে রেখেছিলেন।

আরও পড়ুন

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.