ডেস্ক: ছত্তিসগঢ়ের মাওবাদীদের সঙ্গে সংঘষে শহিদ হয়েছেন ২২ সিআরপিএফ জওয়ান। ছত্তীসগঢ়ে গলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে জগদালপুরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন আহত জওয়ানদের সঙ্গেও কথা বলবেন তিনি। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে দেখা করবেন অমিত শাহ।
উল্লেখ্য,শনিবার দুপুরে তারেম অঞ্চলের জঙ্গলে মাওবাদীদের খোঁজে যৌথ বাহিনী যে তল্লাশি অভিযান চালিয়েছিল এরপরই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন একাধিক জওয়ান। দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে ২২ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩১ জন। প্রায় ৩০০ মাওবাদীদের একটি দল এই হামলা চালায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ, একদিনে করোনা আক্রান্ত ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন
ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, জওয়ানদের মনোবল অটুট রয়েছে এবং মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলবে।