প্রথম পাতা খবর করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ, একদিনে করোনা আক্রান্ত ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ, একদিনে করোনা আক্রান্ত ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন

540 views
A+A-
Reset

ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আগের সব রেকর্ড ভেঙে একদিনে করোনা আক্রান্ত হল ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। একদিনে করোনা সংক্রমণের নিরিখে এটাই ভারতের সর্বাধিক সংক্রমণ। 


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দেশে এই প্রথম এক লক্ষ পেরোল সংক্রমিতের সংখ্যা। এর আগে ২০২০-র ১৬ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। যা গতকালের তুলনায় কম। একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে।  দেশে এখনও পর্যন্ত  করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১০১ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লক্ষ ৮২ হাজার ১৩৬। এক্টিভ কেসের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৩৭ হাজার ৮৭০ জন।

আরও পড়ুন: উর্ধ্বমুখী সংক্রমণে রাশ টানতে পুরো রাজ্যে সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার, জারি থাকবে নাইট কার্ফু


বিশ্বের বর্তমান করোনা পরিসংখ্যান বলছে দৈনিক আক্রান্তের নিরিখে ফের বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে দিচ্ছে ভারত। এমনকী করোনা তালিকায় ভারতের উপরে থাকা আমেরিকা, ব্রাজিলের রেকর্ডও ফের ভাঙতে শুরু করেছে ভারত। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.