150
ডেস্ক: বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন। প্রয়াত কবি শঙ্খ ঘোষ। তাঁর মৃত্যুতে গোটা সাহিত্য জগতে শোকের ছায়া। বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘শঙ্খবাবুর সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। প্রয়াত শঙ্খ ঘোষের আত্মীয় পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি’। প্রয়াত কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
আরও পড়ুন: বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া, প্রয়াত কবি শঙ্খ ঘোষ
আজ সকালে কবি শঙ্খ ঘোষের জীবনাবসান হয়। বেশ কিছুদিন ধরে থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা।