প্রথম পাতা খবর অজানা জ্বরে ভুগছে উত্তরবঙ্গের শিশুরা, মৃত ৮ মাসের শিশু

অজানা জ্বরে ভুগছে উত্তরবঙ্গের শিশুরা, মৃত ৮ মাসের শিশু

101 views
A+A-
Reset

ডেস্ক: অজানা জ্বরে কাবু উত্তরবঙ্গের শিশুরা। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়িতে একের পর এক শিশুর শরীরে ভাইরাল ফিভারের উপসর্গ দেখা দেয়। অজানা জ্বরে ফের মৃত্যু আরও এক শিশুর। সোমবার রাতে, ময়নাগুড়ি হাসপাতালে অজানা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় একটি ৮মাসের শিশু। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। গতরাত থেকে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হলেও মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। ১২০জনেরও বেশি শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালের শিশু বিভাগের বেড বৃদ্ধি করা হচ্ছে। 

আরও পড়ুন: উৎসবের মরশুমে স্টেশনেই মিলবে মন ভালো করা বাঙালি পদ


এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২২জন শিশুকে জ্বরে আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কেন এই জ্বর তা নিয়ে উদ্বেগটা থেকেই গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতালে জ্বর নিয়ে আসা শিশুদের করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু সকলেরই কোভিড নেগেটিভ। এর সঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ অন্য়ান্য রোগের পরীক্ষাও করানো হচ্ছে। কয়েকবছর আগেও উত্তরবঙ্গে জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ দেখা দিয়েছিল। সেই রোগই আবার ঘুরে ফিরে আসছে কিনা সেটাও ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.