কলকাতা: আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার এর আগেও দাবি করছেন যে, তিনি নির্দোষ এবং তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আর এবার ফের আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করে অভিযোগ তুললেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে।
অভিযুক্তের বক্তব্য, এই ঘটনা সংক্রান্ত তদন্তের সময় তাঁকে প্রকৃত অপরাধীর পরিবর্তে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আদালতের ভেতরেই তিনি চিৎকার করে বিচারকের উদ্দেশ্যে বলেন, “স্যর, আমার কিছু বলার আছে… না হলে আমায় দোষী প্রমাণ করে দেবে।” সোমবার অভিযুক্ত প্রিজন ভ্যানের জানালা দিয়ে চিৎকার করে বলতে থাকেন, “আমি নাম বলে দিচ্ছি… বড় বড় অফিসার রয়েছে, বিনীত গোয়েল আমায় চক্রান্ত করে ফাঁসিয়েছেন।”
আরজি কর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। গত সপ্তাহে আরজি করে ধর্ষণ-খুনের মামলায় চার্জ গঠনের পর শিয়ালদহ আদালত থেকে প্রিজন ভ্যানে করে ঠিক যে ভাবে চিৎকার করতে দেখা গিয়েছিল, সোমবারও ঠিক একই রকম ভাবে চিৎকারে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ধৃত। সোমবার নিম্ন আদালতে তিলোত্তমার মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব চলাকালীন এই ঘটনা ঘটে। আদালতে তিলোত্তমার বাবা ও কাকু সাক্ষ্য দেন।
প্রসঙ্গত, এর আগে আরজি কর মেডিকেল কলেজ কাণ্ডে জুনিয়র চিকিৎসকরা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলেন। এরই প্রেক্ষিতে রাজ্য সরকার তাঁর পদত্যাগের দাবি মেনে নেয় এবং পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দিয়ে মনোজ ভর্মাকে নতুন সিপি হিসাবে নিযুক্ত করা হয়।