কলকাতা: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে জোর কদমে চলছে প্রচার। সেখানে মহিলাদের জন্য মাসিক ভাতা প্রকল্প নিয়ে চলমান বিভ্রান্তিকর প্রচার নিয়ে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে বাগডোগরা বিমানবন্দরে নামার পর মমতা বলেন, “মহারাষ্ট্রে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অন্য কোনও রাজ্যে মাসে মাসে মহিলাদের ভাতা দেওয়া হয় না।”
মহারাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি সম্পর্কে মমতা আরও বলেন, “অনেক জায়গাতেই বিভিন্ন রাজনৈতিক দল প্রচারের জন্য এই ধরনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনও অর্থসাহায্য মেলে না।” তিনি আরও বলেন যে, “আমি অন্য কোনও রাজ্যের বিষয়ে মন্তব্য করতে চাই না, তবে মানুষ যেন বিজেপির বিরুদ্ধে ভোট দেন।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের আদলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকার চালু করেছে ‘লাডকি বহিন’ প্রকল্প, যার মাধ্যমে মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়া হয়। এর মধ্যেই শিন্ডে প্রতিশ্রুতি দেন যে, তারা ক্ষমতায় এলে এই ভাতা বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। এছাড়া বিরোধী দলগুলির ‘মহা বিকাশ আঘাড়ী’ জোটও ঘোষণা করেছে যে, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
এই প্রতিশ্রুতির পাল্টাপাল্টি প্রচারের মাঝেই মমতার এই বক্তব্য মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে এক নতুন মাত্রা যোগ করেছে।