ওবিসি সংরক্ষণ ইস্যুতে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকার ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল, যা হাইকোর্ট ৭ শতাংশে কমিয়ে দেয়। মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় বর্তমানে নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলে দাবি তাঁর।
মুখ্যমন্ত্রী জানান, জাত-ধর্ম নয়, শুধুমাত্র পিছিয়ে পড়া অংশের মানুষকে চিহ্নিত করেই তালিকা প্রস্তুত করেছে সরকার। এই ইস্যুতে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি।
তাঁর বক্তব্যের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলতে চাইলেও অধ্যক্ষ তাঁকে অনুমতি দেননি। এরপর বিজেপি বিধায়করা বিধানসভার ভিতর ও বাইরে বিক্ষোভ দেখান। শুভেন্দুর অভিযোগ, “এই সরকার মুসলিম তোষণ করছে। বিচারাধীন বিষয়ে মুখ্যমন্ত্রী কীভাবে বিবৃতি দিতে পারেন?”
উল্লেখ্য, ২২ মে হাইকোর্ট ২০১০ সালের পরের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করায় প্রায় ১২ লক্ষ শংসাপত্র অকেজো হয়। এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।