গুরুতর জখম মমতা বন্দ্যোপাধ্যায়, এসএসকেএমে ভর্তি

কলকাতা: গুরুতর জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

জানা গিয়েছে, বাড়িতে হাঁটার সময় কোনওভাবে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। তা থেকেই এই গভীর চোট। রক্তাক্ত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা শুরু হয়।

এআইটিসি অফিসিয়াল পেজ থেকে তিনটি ছবি শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে রক্ত। এ দিকে, একে একে পরিবারের লোকজন হাসপাতালে আসতে শুরু করেছেন। ভিতরে রয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আসছেন দলীয় নেতারা। এসেছেন মুখ্যসচিব, কলকাতার নগরপাল।

প্রকাশ্যে আসা ছবিতে মমতাকে আচ্ছন্ন অবস্থায় দেখা গিয়েছে। যদিও হাসপাতাল সূত্রে জানা যায়, মমতা সংজ্ঞাহীন নেই। তাঁর জ্ঞান রয়েছে। তাঁর সঙ্গে কথাও বলেছেন চিকিৎসকেরা। উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে তাঁকে। তাঁর ক্ষত বেশ গভীর। তবে  ইতিমধ্যেই সেলাই সম্পন্ন হয়েছে, রক্তপাত বন্ধ হয়েছে। এমআরআই, সিটি স্ক্যান করানো হবে। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হচ্ছে।

বিস্তারিত আসছে…

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস