এসএসকেএমে চিকিৎসার পর বাড়িতে নিয়ে যাওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে

কলকাতা: কপালে চোট পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে যেতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, কপালে চারটে সেলাই করা হয়েছে তাঁর।

বৃহস্পতিবার রাতে মাথায় চোট নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে উডবার্নে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ওপিডি বিল্ডিংয়ে।  হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের মতে, প্রাথমিকভাবে যে উদ্বেগের জায়গা তৈরি হয়, তা কাটানো গিয়েছে। রিপোর্ট যা এসেছে তা শঙ্কার নয়।

তাঁকে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরোনোর সময় অভিষেক বলেন, মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

ঘটনায় প্রকাশ, বাড়িতে হাঁটার সময় কোনওভাবে পড়ে যান মমতা। তা থেকেই এই গভীর চোট। রক্তাক্ত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা শুরু হয়।

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস