ওয়েবডেস্ক : নেতাজি জন্মজয়ন্তীতেও রাজনীতি করতে ছাড়ল না বিজেপি। ভিক্টোরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী উদ্দেশে ধেয়ে এল ‘জয় শ্রীরাম’ স্লোগান। অপমানিত মুখ্যমন্ত্রী বক্তৃতা দিলেন না।
অনুষ্ঠানে বক্তা হিসাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই দর্শকাসন থেকে ধেয়ে আসে ‘জয় শ্রীরাম’ ও ‘মোদী মোদী’ শ্লোগান। এতে অপমানিত বোধ করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন,‘‘কলকাতায় অনুষ্ঠান করার জন্য আমি স্বয়ং প্রধানমন্ত্রী এবং সংস্কৃতিমন্ত্রকের কাছে কৃতজ্ঞ। কিন্তু একটু আগে যা হল সেটা এখানে শোভা পায় না। আমি এর প্রতিবাদে কোনো বক্তব্য রাখব নায়’’
পরে সৌজন্যের খাতিরে আগাগোড়াই মঞ্চ থাকেন মমতা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে উঠে ড্যামেজ কন্ট্রোলে মুখ্যমন্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করেন।
ভিক্টোরিয়ায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে কেউ এই স্লোগান দিয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : কলকাতা-সহ দেশে ৪টি রাজধানী চান মমতা, কেন্দ্রের দিল্লিকেন্দ্রিকতাকে আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর