ভোট হিংসায় হতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা

কলকাতা: ‘কয়েকটা প্রাণ চলে গেল সেটাই দুঃখ’। পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় মৃত্যু নিয়ে বলতে গিয়ে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্ন থেকে ভোটের সময় নিহতদের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এ দিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় নিহত ১৯ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। নিহতদের পরিবারের সদস্যদের পুলিশে হোমগার্ডের চাকরিও দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, “ভোট হয়েছে ৭১ হাজার বুথে। আর গন্ডগোল হয়েছে সাতটা বুথে। যাঁরা মারা গেছেন তাঁদের জন্য আমি দুঃখিত।১৯ জন মারা গিয়েছেন৷ তার মধ্যে ১০ জনই আমাদের। মৃতদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দেব। হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। মৃতরা পরিস্থিতির শিকার”।

ভোটের আবহে রাজ্যে হিংসা ঘটনায় বিজেপিকে দায়ী করে মমতা বলেন, “যবে থেকে ক্ষমতায় বিজেপির বিদ্বেষ মূলক আচরণ। কথায় কথায় আক্রমণ। ভায়োলেন্স ভায়োলেন্স করে গোটা দেশে আমাদের বদনাম করলেন। বাংলার বদনাম করলেন। আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম আনা হয়েছে। কথায় কথায় এজেন্সি। এ ভাবে দেশ চলে না। তবে তবুও বলব আপনাদের কুৎসা আমাদের আরও শক্তিশালী করেছে। শুধু কয়েকটা প্রাণ চলে গেল সেটাই দুঃখ”।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের