ইউক্রেনের যুদ্ধ : সর্বদল বৈঠকের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, তিনি এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশেই আছেন।

সোমবার আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন, “ভারত নেতৃত্ব দিয়ে যুদ্ধের সমাধান করে দিক” । তিনি বলেন, “যুদ্ধ শুরু হয়েছে। আমি কোনও দেশের পক্ষে বা বিপক্ষে কথা বলতে চাই না। আমরা বিশ্ব শান্তির পক্ষে। আমি প্রধানমন্ত্রীকে আজই চিঠি লিখেছি।

একসময় ভারত বিশ্বকে পথ দেখিয়েছে। এবারও ভারত নেতৃত্ব দিয়ে যুদ্ধের সমাধান করে দিক। শান্তির মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে যে কার্যসিদ্ধ হয়, মানুষের প্রাণ কেড়ে নিয়ে রক্তের মধ্যে দিয়ে তা হয় না।”

Related posts

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়

রচনার সমর্থনে আজ নির্বাচনী জনসভায় মমতা