295
কলকাতা: সোমবার, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে দেশ জুড়ে। এ দিন কলকাতার রেড রোডে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
রেড রোডে নেতাজির জন্মজয়ন্তী পালন করবেন মুখ্যমন্ত্রী। সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মাল্যদান করতে আসবেন।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারের তরফে সরকারি ছুটি দেওয়া হয়েছে।
অন্য দিকে, ২০২১ সালে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে চিহ্নিত করেছে মোদী সরকার। পরাক্রম দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে লালকেল্লায়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু সেই অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।