কেন চার বছরের স্নাতক পাঠক্রম? মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: বৃহস্পতিবার মিলনমেলা প্রাঙ্গণে কৃতি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক-অভিভাবিকা এবং স্কুলগুলিকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকেই জাতীয় শিক্ষানীতি না মেনেও কেন রাজ্যে সাম্মানিক স্নাতক অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েট পাঠক্রমের মেয়াদ ৪ বছর করা হল, তা বুঝিয়ে বললেন মুখ্যমন্ত্রী।

এ বারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাড়াও আইএসসি, আইসিএসইর মতো পরীক্ষার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। তার পরেই মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় টেনে আনেন সাম্মানিক স্নাতক পাঠক্রমের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গ।

তিনি বলেন, ‘‘যারা দ্বাদশ পাশ করেছে, তাদের বলছি, সরকার সাম্মানিক স্নাতক পাঠ্যক্রমের নতুন নীতি নিয়েছে। আগে তিন বছর লাগত সাম্মানিক স্নাতক হতে। যারা এর পর পাস কোর্সে পড়বে, তাদের তিন বছরই লাগবে। কিন্তু যারা সাম্মানিক স্নাতক হতে চায়, তাদের পাঠক্রমের মেয়াদ বেড়ে চার বছর হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘কেন্দ্র থেকে একটা নতুন নিয়ম করেছে ইউজিসি। তবে এর একটা সুবিধাও আছে। অনার্স গ্র্যাজুয়েটরা এর পর যখন মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করবে, তখন আর দু’বছর পড়তে হবে না। বদলে এক বছরেই মাস্টার ডিগ্রি পাবে তারা। তার মানে দাঁড়াল সেই একই। স্নাতক হয়ে স্নাতকোত্তর হতে সেই পাঁচ বছরই সময় লাগছে।’’

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের