দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত

মাসের পয়লা তারিখে দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রইল।

সাধারণত মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম (LPG cylinder price) সংশোধন করে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। মে মাসের প্রথম দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭১.৫০ টাকা কমানো হয়েছিল। এ বার, ১ জুন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অন্তত পক্ষে ৮৩ টাকা কমানো হয়েছে। তবে, ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কোথায় কত

দিল্লি: ১৭৭৩ টাকা

কলকাতা: ১৮৭৫.৫০ টাকা

মুম্বই: ১৭২৫ টাকা

চেন্নাই: ১৯৩৭ টাকা

১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম কোথায় কত

বলে রাখা ভালো, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের তুলনায়, বাণিজ্যিক গ্যাসের দাম বেশি ওঠানামা করে। গত বছর এই সময়ে, দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের খুচরো মূল্য ছিল ২,২৫২ টাকা। এক বছরের মধ্যে সেখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ২২৫ টাকা।

মার্চ থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা। এ ছাড়া মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ে এই সিলন্ডারের দাম যথাক্রমে ১১১২.৫০ টাকা, ১১২৯ টাকা এবং ১১১৮.৫০ টাকা।

Related posts

দাদা ইউসুফের প্রচারে বহরমপুরে ইরফান পাঠান

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?