নতুন রূপে খুলল টালা ব্রিজ, আপাতত চলবে ছোটো গাড়ি

কলকাতা: আড়াই বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার নতুন রূপে খুলল টালা ব্রিজ। রিমোটে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন ৫টা ৪৯ মিনিট নাগাদ নবনির্মিত টালা ব্রিজ রিমোটে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বলেন, “পুজোর আগে এটা একটা বড়ো উপহার। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর মানুষকে দীর্ঘ দিন ভুগতে হয়েছিল। ২০২০-তে শুধুমাত্র টালা ব্রিজ ভাঙতেই সময় লেগেছিল চার মাস। তার পরেও দ্রুততার সঙ্গে কাজ করেছে পূর্ত দফতর। কোভিডের জন্য কিছুটা সমস্যা হয়েছিল। তা সত্ত্বেও কর্মী-ইঞ্জিনয়াররা অক্লান্ত পরিশ্রম করে এত তাড়াতাড়ি নতুন সেতু তৈরির কাজ সম্পূর্ণ করেছেন। অসুবিধা থাকা সত্ত্বেও পূর্ণ সহযোগিতা করেছেন এলাকাবাসী। তাঁদেরকেও ধন্যবাদ জানাই”।

স্থানীয় মানুষের দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনেছি, ফুটপাত, সিঁড়ি এবং সার্ভিস রোড নিয়ে স্থানীয় মানুষের কিছু সমস্যা রয়েছে। এখন যতটা সম্ভব করে দেওয়া হচ্ছে। পূর্ত দফতরকে বলব ব্যাপারটা দেখে নিতে। দু’-তিন মাসের মধ্যে যাতে কাজগুলো হয়ে যায়, সেটা দেখতে হবে”।

আগের থেকে নবনির্মিত সেতুর ভার বহনের ক্ষমতা বেশি। মুখ্যমন্ত্রী বলেন, “আগের থেকে এটা অনেকটা চওড়া। আগেরটা ছিল দুই লেনের, এটা চার লেন। নতুন সাড়ে সাতশো মিটার ব্রিজের ভার বহন ক্ষমতাও অনেক বেশি”।

এখনই বড়ো গাড়ি এই সেতু দিয়ে চলাচল করবে না। সিস্টেম মেইন্টেন করার জন্য কিছু দিন ভারী গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

উত্তর কলকাতা ও উত্তরের শহরতলিতে যাওয়ার পথে টালা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুজোর আগে টালা সেতু খুলে যাওয়ার ফলে যানজটের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: সুখবর! রাজ্য সরকারি কর্মীদের এ মাসের বেতন হবে ২৮ সেপ্টেম্বর

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২