150
কলকাতা:আজ, মঙ্গলবার নবান্নে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকেরাও। মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।
এখন অগ্নিমূল্য সবজি-বাজার। লঙ্কা, টমেটো সহ কাঁচা আনাজের দাম আকাশ ছুঁয়েছে। সমান গতিতে বাড়ছে মাছ-মাংসর দামও। বাজারে গিয়ে নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের। এ বার সেই মূল্যবৃদ্ধি নিয়ে বাজার কমিটি টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার এই মূল্যবৃদ্ধি ও বাজারদর পর্যালোচনা করতেই বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে চারটের সময় বৈঠকের জন্য বাজার কমিটি টাস্কফোর্সের সকল সদস্যদের নবান্নে উপস্থিত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।