ডেঙ্গি দাপট অব্যাহত, নবান্নে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ডেঙ্গি এখন বেশ দাপট দেখাচ্ছে রাজ্যে। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। এই নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। ডেঙ্গি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে একটি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর নবান্ন এই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে একটি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনের বৈঠকে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের সমস্ত আধিকারিকদের। এ ছাড়াও বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫ হাজার। তা নিয়ে রাজ্য জুড়ে ইতিমধ্যেই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় রোজই সামনে আসছে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা। ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কলকাতা পুরসভা এবং স্বাস্থ্যভবন যৌথ ভাবে ডেঙ্গি মোকাবিলা করছে। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে ডেঙ্গি রুখতে বৈঠক করেছেন মুখ্যসচিব।

স্বাস্থ্যকর্তাদের আশা শীতে ক্রমশ বাড়ছে এবং বৃষ্টি বন্ধ হয়েছে। এর ফলে ডেঙ্গি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে পারে।

আরও পড়ুন: আরও নামল তাপমাত্রা, জাঁকিয়ে শীত পড়ছে কবে?

Related posts

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে