আরও নামল তাপমাত্রা, জাঁকিয়ে শীত পড়ছে কবে?

কলকাতা: ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে শহর। শুধুমাত্র কলকাতাই নয়, জেলায় জেলায় এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ।

মঙ্গলবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় আরও নামল তাপমাত্রা। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

এই মুহূর্তে তেমন কোনো পরিস্থিতি না থাকায়, দক্ষিণবঙ্গের জন্য আগামী কয়েক দিন পরিষ্কার থাকবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা আরও কমবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েক দিন প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধুমাত্র পাহাড়ি এলাকায় দু’-এক জায়গায় আজ এবং কাল হালকা বৃষ্টি হলেও হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী দু’দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সবমিলিয়ে সর্বোচ্চ তাপমাত্রাতেও পরিবর্তন আসায় জাঁকিয়ে শীত পড়া এখন কেবল সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের আগে শীত থিতু হওয়ার কোনো সম্ভাবনা নেই রাজ্যে।

আরও পড়ুন: দাম এত হলে মানুষ খাবে কী করে? নবান্নের বৈঠকে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related posts

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?

বিদায় নেবে তাপপ্রবাহ! নামবে স্বস্তির বৃষ্টি