আপাতত খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়, ক্লাস হবে অনলাইনেই

ওয়েবডেস্ক :  ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলির নবম থেকে দ্বাদশ শ্রেনির ক্লাস চালু হচ্ছে। কিন্তু এখনই কলেজ বিশ্ববিদ্যালয়গুলি খোলা হচ্ছে না। বুধবার রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  মার্চ পর্যন্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। তারপরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। বন্ধ থাকছে হস্টেলও।

কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য থেকেও পড়তে আসেন পড়ুয়ারা। করানো পরিস্থিতিতে তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে হস্টেলও খোলা হচ্ছে না।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরে এক সাংবাদিক বৈঠক করে জানান, ক্লাস চলবে অনলাইনেই। এমনকী সেমিস্টারও পরীক্ষাও নেওয়া হবে ডিজিটাল মাধ্যমে। গবেষণার জন্য পড়ুয়া ও গবেষকদের জন্য ল্যাবরেটরি খোলা হতে পারে। তবে তা খোলা হবে আবেদনের নিরিখে। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাব খোলার জন্য আবেদন জানাতে হবে গবেষকদের। তার ভিত্তিতে কবে থেকে ল্যাব খোলা হবে।

Related posts

হাজি নুরুল জেতার পর মমতার প্রথম ভিজিট সন্দেশখালি, ঘোষণা বসিরহাটে

নন্দীগ্রামে প্রচারে গিয়ে ‘ চোর ‘ স্লোগান শুনলেন শুভেন্দু

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ