ভোটের ডিউটিতে এসে নাবালিকাকে শ্লীলতাহানি, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে

ডেস্ক: ভোটের বাজারে উত্তপ্ত রাজ্যে রাজনীতি। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রক্ষকই ভক্ষণ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ তারকেশ্বরের রামনগর এলাকা। ১৬৮ নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আট জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফ থেকে।


জানা গিয়েছে, সোমবার রাতে পাশের বাড়ির বন্ধুর বাড়ি ফেরার সময় ফাঁকা রাস্তায় ওই নাবালিকার মুখ চেপে স্কুলের পাশে একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই অভিযুক্ত জওয়ান। টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে।

আরও পড়ুন: সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৪.৬২ শতাংশ


এরপর ওই নাবালিকা চিৎকার শুরু করে। আওয়াজ পেয়ে স্থানীয়রা চলে আসেন ঘটনাস্থলে। তাকে উদ্ধার করা হয়। জওয়ানকে জুতোপেটা করেন স্থানীয়রা। তারকেশ্বর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে শাস্তির দাবিতে পুলিশের সামনেই চলে বিক্ষোভ। থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। 

Related posts

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি