সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৪.৬২ শতাংশ

ডেস্ক: আজ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির যে ৩১ টি আসনে ভোট হচ্ছে। প্রথম দু’দফার মতো আপাতত তৃতীয় দফায় হিংসাত্মক ঘটনার সংখ্যা কিছুটা কম। এই দফায় ভাগ্য নির্ধারণ হয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থীর। অন্য দিকে নজরে রয়েছেন তারকা প্রার্থীরাও। বিজেপি প্রার্থী তনুশ্রী ও পাপিয়া অধিকারীর কেন্দ্রে রয়েছে ভোট। এ ছাড়া তৃণমূলের প্রার্থী হিসেবে যাদের দিকে নজর রয়েছে তাঁরা হলেন নির্মল মাঝি, বিমান বন্দ্যোপাধ্যায়, সুজাতা খাঁ। 


সকাল থেকে তিন জেলা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৪.৬২ শতাংশ। জানিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা- ১২.৮১ শতাংশ। হুগলি- ১৭.৩৫ শতাংশ। হাওড়া- ১৫.৫২ শতাংশ। 

আরও পড়ুন: ‘মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও আরও বেশি উন্নতি হবে’: জয়া বচ্চন


তৃতীয় দফায় ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে বুথের পাহারায় থাকবে ৬১৮ কোম্পানি বাহিনী। বাকি বাহিনী এলাকায় টহল দেবে। জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের নিরিখে দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের এলাকায় ১৬৭ কোম্পানি এবং হাওড়ায় ১৪৪ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন।

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে