ডেস্ক: হুইল চেয়ারে বসেই বাংলা জিতলেন। তৃণমূল সুপ্রিমোকে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তৃণমূল সুপ্রিমোকে শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এদিন এক টুইট বার্তায় রাজনাথ সিং লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে অভিনন্দন। তাঁর পরবর্তী শাসনকালের জন্য শুভেচ্ছা।’ টুইট করে অভিনন্দন বার্তা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।
বাংলায় শেষ হাসি হাসল মমতা। ‘বাংলার মমতাময়ী জনতাকে কোটি কোটি শুভেচ্ছা’। ‘দেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে’। ‘এই অবস্থায় মমতার ওপরেই ভরসা রাখলেন বাংলার মানুষ’। ‘এই জয় দৃঢ় ও কৌশলী নেতৃত্বের জয়’, ট্যুইটে শুভেচ্ছা তেজস্বী যাদবের।
এদিন শুভেচ্ছা জানালেন লালু। বিজেপির বিভাজনের রাজনীতিকে আমল দেননি বাংলার মানুষ’
‘মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার মানুষকে আন্তরিক শুভেচ্ছা’ ট্যুইটে শুভেচ্ছা জানালেন লালু প্রসাদ যাদব।
সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলাফল প্রকাশ হতে শুরু করতেই ট্রেন্ডে দেখা যাচ্ছে, এগিয়ে তৃণমূল। আর তারপরই টুইট করলেন তিনি।