ডেস্ক: জয় পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বললেন, ‘বাংলা আজ ভারতকে বাঁচিয়েছে, বাংলার জয়’। বিজয় মিছিল নিয়েও দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মমতা। বলেছেন, ‘বিজয় মিছিল এখনই নয়। আপনারা সকলে বাড়ি গিয়ে ভালো করে স্নান করুন। সকলে মাস্ক পরুন। বিজয় মিছিল নিয়ে পরে জানানো হবে।’
বাংলার মানুষের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে। এই জয় মনষ্যত্বকে বাঁচিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২১ সালের ভোট। তাই আমার টার্গেট ছিল ২২১।
কোভিড মোকাবিলাই অগ্রাধিকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনও আড়ম্বর হবে না। কোভিড অতিমারী শেষে ব্রিগেড সমাবেশ করব। এখন বিজয় মিছিল না করাই ভালো। করোনা ঝড় সামলে নেব। বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। কেন্দ্র দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন না দিলে গাঁধীমূর্তির পাদদেশে ধর্না।
এদিন প্রথমে মমতা শুভেন্দুকে ১২০০ ভোটে পরাজিত করে মমতা, কিন্তু পরে উঠে আসে অন্য ছবি। নন্দীগ্রামে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৫৩ ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী। পাল্টা মমতা বলেছেন, নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানাব । অনেক ইভিএমে কারচুপি হয়েছে ।