প্রথম পাতা খবর ফের এক ধাক্কায় বাড়ল করোনা সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমল

ফের এক ধাক্কায় বাড়ল করোনা সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমল

145 views
A+A-
Reset

ডেস্ক: ফের এক ধাক্কায় বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আবারও ২ লক্ষ ছাড়াল। দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও আজও ৪ হাজার ছুঁইছুঁই।  গতকালের তুলনায় কমেছে সুস্থতার হারও।


বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। বুধবারের তুলনায় আক্রান্তের সংখ্যা এদিন বেড়েছে। বুধবার ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন আক্রান্ত হয়েছিলেন। বর্তমান আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও বুধবারের চেয়ে বৃহস্পতিবার মৃতের সংখ্যা কমেছে। বুধবার মৃতের সংখ্যা পেরিয়েছিল ৪ হাজারের গণ্ডি। বুধবার যেখানে ৪ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছিল সেখানে বৃহস্পতিবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের।


গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ৯৫১ জন। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭ জন। দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সুস্থতার হার ৯০.০১ শতাংশ। চলতি সপ্তাহে আক্রান্তের হার বা পজেটিভিটি রেট হল ১০.৯৩ শতাংশ এবং দৈনিক আক্রান্তের হার হল ৯.৭৯ শতাংশ।
তবে টিকাকরণও চলছে পাশাপাশি।

এখনও পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ২০ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৮৭৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী যথাক্রমে ঝাড়খন্ড, ছত্তীসগঢ়, তামিলনাড়ুতে সবচয়ে বেশি ভ্যাকসিনের ডোজ নষ্ট করা হয়েছে।   

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.