কলকাতা: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। লকডাউনের মেয়াদ আরও বাড়াল রাজ্য সরকার। আগামী ১৫ জুন পর্যন্ত কড়া বিধিনিষেধ থাকবে।এদিন নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী ৩০ মে সন্ধে ৬টা পর্যন্ত এই নির্দেশিকা জারি ছিলই, তা বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘দয়া করে লকডাউন কার্ফু এসব বলবেন না। বিধিনিষেধ জারি থাকছে এটাই বলুন। কোভিড কিছুটা হলেও কমেছে। মানুষ সহযোগিতা করছে। তাই আমরা আর একটু সময় নিচ্ছি। এর জন্য ক্ষমা চেয়ে নেব। তবে অর্থনীতি সচল রাখতে নির্দিষ্ট সীমার মধ্যে সব চালু আছে। অনলাইন পরিষেবাও সচল।” শুধুমাত্র পাটশিল্পে ৪০ শতাংশ উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে। করোনাভাইরাস টিকা নিয়ে নির্মাণ শিল্পে কাজ চালানো যাবে।
‘অর্থাৎ, সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে সমস্ত গণপরিবহণ বন্ধ থাকছে আপাতত ১৫ জুন পর্যন্ত৷ সরকারি- বেসরকারি বাস, ট্যাক্সি, অটো, ফেরি পরিষেবা- সবকিছুর চলাচলের উপরেই নিষেধাজ্ঞা জারি থাকছে৷ বন্ধ হচ্ছে মেট্রো পরিষেবাও৷ শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া অটো, ট্যাক্সির মতো যানবাহনও রাস্তায় বেরোতে পারবে না৷ তবে বিমানবন্দর থেকে চালু থাকবে ট্যাক্সি পরিষেবা৷
আরও পড়ুন: ফের এক ধাক্কায় বাড়ল করোনা সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমল
রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, আন্তঃ রাজ্য বাস, ট্রেন চলাচলও বন্ধ থাকছে ১৫ জুন পর্যন্ত৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত না থাকলে ব্যক্তিগত গাড়ি নিয়েও রাস্তায় বেরনোর উপর কড়াকড়ি জারি থাকছে৷ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বেরোতে পারবেন না৷