প্রথম পাতা খবর দেশে আছড়ে পড়েছে করোনা ‘সুনামি’, দৈনিক সংক্রমণ পার সাড়ে তিন লক্ষ

দেশে আছড়ে পড়েছে করোনা ‘সুনামি’, দৈনিক সংক্রমণ পার সাড়ে তিন লক্ষ

63 views
A+A-
Reset

ডেস্ক: দেশে আছড়ে পড়েছে করোনা ‘সুনামি’। একদিন করোনায় আক্রান্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। সর্বকালীন উচ্চতায় পৌঁছল দৈনিক মৃত্যুও। মৃত্যু পার করল আড়াই হাজার।  
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন।

মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। গত ২৪-ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন।  কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন। বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০ জন। 

আর এই সংখ্যাতেই মুখ থুবড়ে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। চিতার লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে অক্সিজেন সংকট থেকে মুক্তি চাইলেন অরবিন্দ কেজরিওয়াল

ভয়াবহ হয়ে উঠেছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। কার্ফু, সপ্তাহ শেষে লকডাউনেও থামানো যাচ্ছে না মৃত্যু মিছিল। একদিনেই সে রাজ্যে মৃত্যু হল ৭৭৩ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৮৩৬। মহারাষ্ট্রে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৮৫১। এরমধ্যে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৮ হাজারেরও বেশি মানুষ।


ভয়ঙ্কর পরিস্থিতি রাজধানী দিল্লির। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনার শিকার হলেন ৩৪৮ জন। এটি এখনও পর্যন্ত রেকর্ড। আক্রান্ত ২৪,৩৩১ জন। এদিকে অক্সিজেনের অভাবে ধুঁকছে রাজধানীর বহু হাসপাতাল। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.