ডেস্ক: শনিবার সকালে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়। বিস্ফোরণের জখম হয়েছেন ১১ জন। এর মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকালের এই বিস্ফোরণের জেরে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ। কারখানা বন্ধের দাবি তুলেছে স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বালিগাদা এলাকায় চামড়া কারখানা রয়েছে। রাতভর এই কারখানায় বিরাট বিরাট মেশিন চলে। সেই শব্দে টেকা দায়। শুক্রবার রাতেও সে রকমই মেশিন চলছিল। শনিবার সকাল ৮টা নাগাদ বিকট শব্দে একটি বয়লার ফেটে যায়। কর্মরত শ্রমিকরা বীভৎসভাবে জখম হন।
আরও পড়ুন: দেশে আছড়ে পড়েছে করোনা ‘সুনামি’, দৈনিক সংক্রমণ পার সাড়ে তিন লক্ষ
অভিযোগ উঠেছে, এই চামড়ার কারখানাটি অবৈধভাবে চলছে। অবৈধ কারখানা বন্ধের জন্য পুলিশকে একাধিকবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। শনিবার বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সব পরীক্ষা করে। পুলিশের প্রাথমিক অনুমান, চামড়া কাটার বয়লার মেশিন থেকে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। তবে বিস্ফোরণের তীব্রতায় ক্ষোভও আছড়ে পড়েছে সাধারণ মানুষের।