ডেস্ক: রাজ্যজুড়ে বাড়ছে করোনার দাপট। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের সব স্কুল বন্ধ। এগিয়ে আনা হল গরমের ছুটি। স্কুলে আসতে হবে না শিক্ষক-শিক্ষিকাদেরও।
ইতিমধ্যে স্কুল শিক্ষা সচিবের নির্দেশ পৌঁছে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে। সোমবার থেকেই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার কথা বলা হয়েছে। নতুন নির্দেশিকা জারি নিয়ে স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের বিশেষ বৈঠক আজ দুপুর দুটো থেকে। বিকেলের দিকে বিজ্ঞতি জারি হতে পারে।
আরও পড়ুন: কলকাতায় সমস্ত বড় সভা বাতিল করলেন মমতা
মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। শিক্ষকদেরও আপাতত স্কুলে আসতে হবে না। গরমের ছুটি এগিয়ে আনা হল কিছুটা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যতদিন না দেশে করোনা পরিস্থিতি ফের স্বাভাবিক হচ্ছে, ততদিন স্কুল বন্ধই থাকবে।