রাজ্যে ২৪ ঘণ্টায় কভিডে মৃত ১৯, নতুন করে আক্রান্ত প্রায় ১৯ হাজার

রাজ্যের বুকে ক্রমশই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। বাড়তে বাড়তে সংক্রমণের হার ৩০ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। পাশাপাশি বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে কভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের।

শুক্রবারের তুলনায় কলকাতায় দৈনিক আক্রান্তর সংখ্যা সামান্য কমলেও এদিনও রয়েছে সাত হাজারের উপরে। পাশাপাশি বিগত এক সপ্তাহে বাংলায় দৈনিক সংক্রমণ আড়াই গুণ বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে প্রায় ৩০ শতাংশের ঘরে।

একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার যে সংখ্যাটা ছিল ১৮ হাজারের কাছে, শনিবার সেটাই পৌঁছে গেল প্রায় ১৯ হাজারের কাছে। আক্রান্তের সংখ্যার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের বুকে কোভিডে মারা গিয়েছেন ১৯ জন। এই ১৯ জন এর মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে কলকাতায়। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন পাঁচ জন। এর পাশাপাশি হাওড়াতেও মারা গিয়েছেন তিন জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত কোভিডের কারণে বাংলায় মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৮৮৩ জনের।

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস