ফের রাজ্যে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ল কোভিড নিয়ন্ত্রণ বিধি, ছাড় বেশ কিছু ক্ষেত্রে

ডেস্ক : রাজ্যে বাড়ল কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধের মেয়াদ। ১৫ আগস্ট পর্যন্ত এই বিধি-নিষেধ বাড়ানোর নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

এবারের কোভিড নিয়ন্ত্রণবিধিতে সরকারি অনুষ্ঠানে ছাড় দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে রুদ্ধদ্বার অনুষ্ঠান করতে হবে। আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক সেই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। তবে সকলকে মাস্ক পরতে হবে, স্ট্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং মানতে হবে শারীরিক দুরত্ববিধি।

আগামী ১৫ আগস্ট পর্যন্ত কোভিড নিয়ন্ত্রণ বিধির মেয়াদ বাড়ানো হয়েছে।

ইতিমধ্যে রাজ্যে জারি হয়েছে নাইট কার্ফু। সেই নিয়মের কোন পরিবর্তন হচ্ছে না বলে জানানো হয়েছে নির্দেশিকা। ১৪ জুলাই থেকে চালু হওয়া নাইট কার্ফু ৩০ জুলাই পর্যন্ত থাকা কথা ছিল। তা বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

কোথাও নিয়ম ভাঙার ঘটনা দেখলে ২০০৫ সালের বির্পযয় মোকাবিলা আইনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কোভিডবিধি ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্র

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক