কলকাতায় করোনার নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত ছহাজার

দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যে মঙ্গলবার এর রেকর্ড ছিল ৯ হাজার এর বেশি। এরপর বুধবার সেই রেকর্ড ছাড়াল ১৪ হাজার ঘর। শতাংশের হিসেবে বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৫ শতাংশ বেড়ে গিয়েছে বাংলায়।

বাংলার পাশাপশি কলকাকাতেও নতুন রেকর্ড তৈরি করল করোনা। মঙ্গলবার যেখানে কলকাতায় দৈনিক সংক্রমণ সাড়ে চার হাজারের একটু বেশি ছিল, সেখানেই বুধবার তা ছ’হাজার এর গণ্ডি পেরিয়ে গেল।

কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে আড়াই হাজারের ঘর। দক্ষিণ ২৪ পরগনাতেও সংখ্যাটা এগোচ্ছে হাজারের দিকে।

দুই ২৪পরগনার পাশাপাশি হাওড়া ও হুগলিতেও সমানতালে পাল্লা দিচ্ছে করোনা। হাওড়াতে বুধবার ছাড়িয়েছে হাজারের গণ্ডি। আর হুগলিতে হাজারের দোরগোড়ায়। দার্জিলিঙেও ২০০-র ঘরে পৌঁছে গিয়েছে দৈনিক আক্রান্তর সংখ্যা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক