শনিবার সকালে শিয়ালদহ-বনগাঁ রুটে বড়সড় বিভ্রাটের কারণে থমকে গেল ট্রেন চলাচল। বনগাঁ স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ফাটল দেখা দেওয়ায় আপ এবং ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল ৯টা ৫০ মিনিটে বনগাঁ লোকাল ট্রেন ছাড়ার সময় চালকের নজরে আসে এই ফাটল। তিনি দ্রুত বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে লাইন পরীক্ষা করেন এবং মেরামতির কাজ শুরু করেন। তবে এই বিভ্রাটের কারণে বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়ছে না, উল্টোদিক থেকেও ঢুকছে না কোনও ট্রেন।
রেল সূত্রে জানা গিয়েছে, ফাটল চোখে পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে কীভাবে এই ফাটল তৈরি হল তা এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ এই ঘটনার পিছনে কোনও নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে।
ফাটল মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে এবং রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রেলকর্মীরা। তবে এই বিভ্রাটের ফলে নিত্যযাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঘটনাস্থলে রেল কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।