কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। সেই কারণে শূন্য থাকা রাজ্যসভার আসনে এবার উপনির্বাচন। প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করা হয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, “আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলে যাবেন।”
জহর সরকারের ইস্তফার পর এই আসনটি শূন্য হয়ে ছিল। তাঁর সাংসদ হিসাবে মেয়াদ আরও ১৫ মাস বাকি ছিল। আরজি কর হাসপাতালের ঘটনায় প্রেক্ষিতে জহর সরকার রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন এবং রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করেছিলেন জহর। চিঠিতে তিনি লিখেছিলেন, “গত এক মাস ধরে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিক্রিয়া দেখেছি। এই ঘটনায় সরকারের নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাগুলি এককথায় দেরিতে এবং অপ্রতুল।“
এখন সেই শূন্যস্থান পূরণ করতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখল তৃণমূল। রাজ্যসভার আসন্ন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।