ডেস্ক: নির্বাচনের প্রথম দফার ভোট। এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃণমূলের। ভোট চলাকালেই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে যায় তৃণমূলের একটি প্রতিনিধিদল।প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।বুথ এজেন্ট নিয়োগের পদ্ধতি বদলের বিরোধিতা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হয়।
তৃণমূল অভিযোগ জানায় যে, বুথে বসতে দেওয়া হচ্ছে না এজেন্টদের। অবাধে যাতায়াত চলছে বহিরাগতদের। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: হরিচাঁদজির দেখানো পথে চলে আজ আমরা এক সমান ও সামঞ্জস্যপূর্ণ সমাজের দিকে এগোচ্ছি: মোদী
তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলি যাঁদের পোলিং এজেন্ট নিয়োগ করে, তাঁদের সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে। এই পদ্ধতিই সর্বাধিক গ্রহণযোগ্য। এক্ষেত্রে বিজেপি যে দাবি করে তা গৃহীত হয়েছে। এই নীতি বদলের দাবি জানানো হয়েছে। পরের দফা থেকে আগের নিয়মই বহাল রাখার দাবি জানিয়েছে তৃণমূল।