প্রথম পাতা খবর হরিচাঁদজির দেখানো পথে চলে আজ আমরা এক সমান ও সামঞ্জস্যপূর্ণ সমাজের দিকে এগোচ্ছি: মোদী

হরিচাঁদজির দেখানো পথে চলে আজ আমরা এক সমান ও সামঞ্জস্যপূর্ণ সমাজের দিকে এগোচ্ছি: মোদী

130 views
A+A-
Reset

ডেস্ক: বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ওড়াকান্দি মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মতুয়া সম্প্রদায়ের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। হরিচাঁদ মন্দিরে পুজো দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন।


মোদী তার ভাষণে দাবি করেন, কীভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে এসেছেন তিনি। শুধু তাই নয়, তিনি নিয়মিতভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের থেকেও অনেক কিছু শিখেছেন।
তিনি বলেন, ‘আমি ঠাকুরবাড়িতে গিয়েছিলাম। আমার মনে আছে, আমি পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে গিয়েছিলাম, তখন আমার মতুয়া পরিবারের সদস্যরা আমায় অপরিসীম ভালোবাসা দিয়েছেন। বিশেষত বড়মা যেভাবে আমায় কাছে টেনে নিয়েছিলেন, মায়ের মতো আশীর্বাদ করেছিলেন, তা আমার জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। ঠাকুরনগর থেকে বাংলাদেশে এসে একইরকম অনুভূতি হচ্ছে।’

আরও পড়ুন:  ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক ঘটনা’,দেখা পেলাম না কেন্দ্রীয় বাহিনীর, আক্রান্ত হওয়ার পর বললেন সুশান্ত ঘোষ


নমঃশুদ্র সম্প্রদায়ের অংশ মতুয়াদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বাসিন্দা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নদিয়া ও উত্তর ২৪ পরগনার মোট ৫০ টি বিধানসভা আসনের মধ্যে ৩২-৩৩ টিতে মতুয়া ভোট অনেকটাই একটা ফ্যাক্টর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলাকালে  ওড়াকান্দিতে মোদির এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.