প্রথম পাতা খবর শক্তি বাড়িয়ে ‘ঘূর্ণিঝড় তাউটে কর্নাটক উপকূলে আছড়ে পড়েছে

শক্তি বাড়িয়ে ‘ঘূর্ণিঝড় তাউটে কর্নাটক উপকূলে আছড়ে পড়েছে

133 views
A+A-
Reset

ডেস্ক: আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে সাইক্লোন তাউটে। সাইক্লোন প্রভাবে ইতিমধ্যেই পশ্চিম ও দক্ষিণ ভারতের ৬টি জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। ইতিমধ্যে ‘তাউটে’ কর্নাটক উপকূলে প্রবেশ করে গিয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় তাউটে কর্নাটক উপকূলে আছড়ে পড়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এখানে আছে। আমরা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীরও তিনটি দল মোতায়েন করেছি। কর্নাটকের তিনটি উপকূলবর্তী জেলায় ২৪ ঘণ্টা কাজ করছেন ১,০০০ জন।’


কর্ণাটকে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৩টি গ্রাম। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু ঘটেছে। গোয়ায় আঘাত হানল সাইক্লোন। প্রভাব পড়ল রাজধানী পানাজিতে। সাইক্লোন তউকতের সঙ্গে মোকাবিলার জন্য ৫৩টির বদলে ১০০টি টিম নামাল জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর।

ভয়ঙ্কর আকার ধারণ করছে ঘূর্ণিঝড় টাউতে ৷ যার জেরে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন ৷ রবিবার অর্থাৎ আজ থেকে এর প্রভাব পড়তে চলেছে মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে ৷ চূড়ান্ত দাপট দেখাতে চলেছে টাউতে৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে মুম্বই৷ পশ্চিম মহারাষ্ট্রের পার্বত্য অঞ্চলে বজায় থাকবে ঝড়ের দাপট৷ পূর্বাভাস মৌসম ভবনের৷ 

আরও পড়ুন: দেশের কমল দৈনিক সংক্রমণ, স্বস্তি জাগিয়ে বাড়ল সুস্থতার হারও

অন্যদিকে করোনায় নাজেহাল বৃহনমুম্বই কর্পোরেশন এই ঝড়ের আগাম সতর্কতা হিসেবে ৫৮০ জন করোনা রোগীকে কোভিড সেন্টার থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে৷ শহরে গা ঘেঁষে হবে যাবে এই ঝড়, তাই আগে থেকে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন৷


পূর্বাভাস অনুযায়ী ১৮ তারিখ গুজরাত উপকূলে আছড়ে পড়বে এই ঝড়৷ জুনাগড়, গির সোমনাথে অতি ভারী বৃষ্টি হবে৷ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সৌরাষ্ট্রের কয়েকটি জেলায়, কচ্ছ ও দিউতে৷ দেশের উত্তর ও উত্তরপশ্চিমের দিকে এগোবে এই ঝড়৷ ১৮ মে আছড়ে পড়বে গুজরাতের উপকূলবর্তী এলাকায়৷ রবিবার সকালে এই পূর্বাভাস মৌসব ভবনের৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.