সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

সুপ্রিম কোর্টে চলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলা। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী সোমবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হচ্ছে না।

গত ২১ মার্চ এই বেঞ্চে মামলার প্রথম শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। দু’দফায় পিছিয়ে যাওয়ার পর মামলার শুনানির দিন ঠিক হয়েছিল আগামী ২৪ এপ্রিল। কিন্তু সমস্যা হল সোমবার দুই বিচারপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টে একাধিক বেঞ্চে রদবদল হয়েছে। যার ফলে ২৪ এপ্রিল ডিএ মামলা শোনা হবে না বলেই জানা গিয়েছে। নতুন করে ওই মামলার শুনানির দিন নির্ধারণ করা হবে।

এই নিয়ে ৭ বার পিছিয়ে গেল শুনানি। শেষমুহূর্তে সুপ্রিম কোর্টে শুনানির দিন পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ ডিএ আন্দোলনকারীরা। মামলাকারী সংগঠনগুলির বক্তব্য, বারবার মামলা পিছিয়ে যাওয়ার ফলে সরকারি কর্মীদের মনোবল ভাঙছে। আবার সুপ্রিম কোর্টে মামলা চালানোর জন্য যে পরিমাণ অর্থব্যয় হচ্ছে, তাও বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁডাচ্ছে। 

Related posts

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ

বিজেপির বিজ্ঞাপনে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ