ডেঙ্গি এবং ম্যালেরিয়া টেস্ট নিয়ে গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

কলকাতা: ফের কপালে পড়ছে চিন্তার ভাঁজ ফেলেছে ডেঙ্গি। জানা গিয়েছে, এই সপ্তাহেই রাজ্যজুড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। এই পরিস্থিতিতে ডেঙ্গি এবং ম্যালেরিয়া টেস্ট কখন করতে হবে, তা নিয়ে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

ডেঙ্গি বা ম্যালেরিয়ার পরীক্ষার বিষয়টাতে এতটাই জোর দিতে হবে যাতে কোনো ঘটনা যেন চোখ এড়িয়ে না যায়, পরীক্ষায় যেন দেরিও না হয়। রাজ্যের হাসপাতাল ও চিকিৎসকদের জন্য বিশেষ গাইডলাইন প্রকাশ করে এমনটাই জানিয়েছে স্বাস্থ্যভবন।

ডেঙ্গি পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, ২ থেকে ৭ দিন জ্বরে অসুস্থ থাকলেও পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া মাথা ব্যাথা, রক্তক্ষরণ, দেহে ব়্যাশ বেরনোর মতো উপসর্গ থাকলেই ডেঙ্গি পরীক্ষা বাধ্যতামূলক বলে উল্লেখ করেছে স্বাস্থ্য দফতর।

দফতরের নির্দেশ অনুযায়ী, যদি দেখা যায় তিন সপ্তাহ আগে কোনো রোগীর জ্বর হয়েছিল, তার ক্ষেত্রে ম্যালেরিয়া র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। টেস্টর রিপোর্ট পজিটিভ হলে, গুরুত্ব সহকারে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার