বনগাঁ-শিয়ালদহ লাইনে ব্য়াহত রেল পরিষেবা, বাতিল একাধিক ট্রেন

শুক্রবার সকালে ব্যাহত বনগাঁ-শিয়ালদহ লাইনে রেল পরিষেবা। এর ফলে অফিস টাইমে ট্রেন ধরতে এসে বিপদে পড়েন নিত্যযাত্রীরা। স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় জমে যায়। সিগনালিং পয়েন্টে গোলমালের জেরে ব্যাহত রেল পরিষেবা।

ঘটনায় প্রকাশ, এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন।

জানা গিয়েছে, সকালে লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়া থেকেই ট্রেনের গণ্ডগোল চলছে। পাওয়ার ব্লক থাকার জন্য কিছু বলা সম্ভব হচ্ছে না। নিউ ব্যারাকপুর, হাবড়া, অশোকনগর-সহ বনগাঁ শাখার সমস্ত স্টেশনের এক ছবি।

যাত্রীরা জানাচ্ছে, প্রায় সব ট্রেনই একঘণ্টার মতো দেরিতে চলছে। ট্রেন না পেয়ে প্ল্যাটফর্মে দীর্ঘ ক্ষণ বসে থাকতে হচ্ছে। ব্যাপক ভিড় সব স্টেশনেই।

Related posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ! চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে পথে তৃণমূল মহিলা কংগ্রেস

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

নির্বাচনী সভা থেকে ‘চাকরিহারা’দের বড়সড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর