তামিলনাড়ুর বাজির দোকানে বিধ্বংসী আগুন, মৃত ৫

ডেস্ক: তামিলনাড়ুর বাজির দোকানে বিধ্বংসী আগুন। ঘটনাটি ঘটেছে শঙ্করাপূরম শহরে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। দোকানে প্রচুর বাজি মজুত করা হয়েছিল। গতকাল রাতে হঠাৎ করে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন।


ঘটনাস্থলে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাহত ৫ জনকে। তাঁদের শরীরের প্রায় ৯০ শতাংশ আগুনে ঝলসে গিয়েছিল। হাসপাতালের চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাঁদের বাঁচাতে পারেননি। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: খুনের হুমকি পেলেন রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়


ঘটনার কথা জানার পরেই মুখ্যমন্ত্রী এমকে স্টালিন টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা বলেছেন তিনি। যাঁদের চিকিৎসা চলছে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাঁদের এই আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর। পরিবারের লোকেদের সমবেদনা জানিয়েছেন তিনি।

Related posts

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন