Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সারদ মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায় - NewsOnly24

সারদ মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়

ডেস্ক: সারদ মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। এদিন আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ১৬ জুন হাইকোর্ট জানিয়ে দিয়েছিল শুনানি শেষ। তারপর ঘোষণাটাই বাকি ছিল। এই মামলার সঙ্গে এরাজ্যের সবকটি মামলাতেই জামিন পেলেন তিনি। যদিও ভিনরাজ্যে চলা একাধিক মামলায় জামিন না মেলায় এখনও জেলবন্দিই থাকতে হবে দেবযানীকে।


যদিও এখনই জেল মুক্তি ঘটছে না তাঁর৷ কারণ অসমে তাঁর বিরুদ্ধে সিবিআই ও ইডির মামলা রয়েছে। ভুবনেশ্বরেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ফলে এ রাজ্যের মামলা থেকে জামিন পেলেও, দেবযানী মুখোপাধ্যায়ের কারাবাস পর্বের অবসান হবে কিনা, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। 


জানা গিয়েছে, সারদা কাণ্ডের আরসি সিক্সের একটি মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন দেবযানী মুখোপাধ্যায়। এই মামলায় তিনজন অভিযুক্ত ছিলেন- কুণাল ঘোষ, সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। কুণাল ঘোষ ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। দেবযানী মুখোপাধ্যায় এখনও জামিন পাননি। জামিনের আবেদন জানিয়ে দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই ইচ্ছে করে জামিনে বাধা দিচ্ছে।

আরও পড়ুন: ‘রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অমিত শাহকে ভুল তথ্য দেওয়া হয়েছিল’  বিজেপির ভরাডুবি নিয়ে বললেন শোভন

আদালত সূত্রে খবর, বিচারপতির তরফেও  সিবিআইকে ভর্ৎসনা করা হয়। এরপর রায় মুলতুবি রাখেন বিচারপতি। অবশেষে আজ এই মামলায় দেবযানী মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন বিচারপতি। এর ফলে সারদা কাণ্ডে পশ্চিমবঙ্গের সবকটি মামলা থেকে অব্যহতি পেলেন দেবযানী মুখোপাধ্যায়।    

Related posts

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান