107
কলকাতা: আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে ধর্মতলায় মেট্রো চ্যানেলে নতুন করে ধর্নায় বসতে চলেছেন চিকিৎসকদের একাংশ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে ধর্মতলার ধর্নার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও পুলিশ তা দেয়নি। এরপর চিকিৎসকেরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
আদালত চিকিৎসকদের ধর্নার অনুমতি দিলেও জানিয়েছে, ২০০ জনের বেশি লোক নিয়ে ধর্নায় বসা যাবে না। ধর্না আজ থেকেই শুরু হবে এবং চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ফলে বড়দিনেও এই ধর্না চলবে।
তবে ধর্নার জন্য চিকিৎসকদের কী কী শর্ত মানতে হবে, তা আজ আদালত জানাবে।