কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা জটিলতা নিয়ে আবারও সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ৩৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের অনুমোদন দিয়েছেন। তবে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এখন পর্যন্ত ১৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন, কিন্তু ২২টি বিশ্ববিদ্যালয়ে এখনও নিয়োগ বাকি।
বৃহস্পতিবার নিউটাউনের রবীন্দ্র তীর্থে ভাষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আমরা আশা করি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। অকারণে বিলম্ব করা সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করার সামিল।”
তিনি আরও জানান, ‘‘মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে আছেন। সৌজন্য দেখিয়েছেন। আমরা চাইব, বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত নিয়োগ হোক এবং অচলাবস্থা পুরোপুরি কেটে যাক। অনেক বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু কিছু এখনও বাকি আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ধরনের বাধা আমরা যথেষ্ট সহ্য করেছি। এই প্রক্রিয়াকে আর দীর্ঘায়িত করা উচিত নয়।’’
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু। বিষয়টি আগামী মাসে সুপ্রিম কোর্টে শুনানির সময় উত্থাপন করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।