নতুন মহকুমা ধূপগুড়ি, বিজ্ঞপ্তি জারি নবান্নের

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

কলকাতা: ধূপগুড়িকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার (১৯ জানুয়ারি, ২০২৪) সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। ধূপগুড়ি মহকুমা ঘোষণা হতেই আবির খেলায় মাতলেন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। খুশির মেজাজে ধূপগুড়ি শহর।

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি ধূপগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরেছে মা-মাটি-মানুষের সরকার। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই ধূপগুড়িকে একটি মহকুমায় উন্নীত করার উদ্যোগ শুরু হয়েছিল। ১২ অক্টোবর আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছিলাম যে প্রস্তাবটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে।’

পাশাপাশি, সেই বিজ্ঞপ্তি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অভিষেক লেখেন, ‘কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল। গত ২ সেপ্টেম্বর আমি ধূপগুড়িকে মহকুমায় উন্নত করার কথা দিয়েছিলাম। মা মাটি মানুষের সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করায় আমি সম্মানিত। অনেক দূরে বসেও আমি চোখ বুজলেই এই ঘোষণায় যে মুখ গুলো খুশিতে ভরে উঠেছে, আমি দেখতে পাচ্ছি।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের পর সংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, এ বার থেকে ধূপগুড়ি পৃথক মহকুমা হল।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ