ডেস্ক: বৃহস্পতিবার সকালে বাইকে চেপে ভোট দিতে যান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু৷ জয়ের ব্যাপারে অবশ্য আত্মবিশ্বাসী শুভেন্দু। তিনি বলেন, ‘দিদি হার গয়া। পরাজয়ের মার্জিন বলা ঠিক নয়। তবে আগেই বলেছিলাম, বিজেপি ৫০ হাজার ভোটে জিতবে
প্রাথমিকভাবে নন্দীগ্রামে ভোটগ্রহণ নিয়ে কোনও অভিযোগ করেননি শুভেন্দু। তবে কয়েকটি জায়গায় ভোটযন্ত্র খারাপ বেরিয়েছে বলে জানান তিনি। সঙ্গে বলেন, সারা দিন বুথে বুথে ঘুরবেন তিনি।
আরও পড়ুন: হটস্পট নন্দীগ্রাম, জারি ১৪৪ ধারা, মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি, চলছে আকাশপথে নজরদারি
কড়া নিরাপত্তার চাদরে মোড়া নন্দীগ্রাম৷ বাংলার চলতি বিধানসভা নির্বাচনে সবচেয়ে চর্চিত কেন্দ্র এটি৷ নন্দীগ্রাম থেকেই এবার ভোটে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী৷