134
ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ১৬ শতাংশ। দক্ষিণ ২৪ পরগণায় ভোট পড়েছে ৮.৭৫ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ১৬.৯৪ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ১৭.২৩ শতাংশ, বাঁকুড়ায় ১৬.০৯ শতাংশ।
আরও পড়ুন: দিদি হার গয়া’ ভোট দিয়ে বেরিয়ে বলেন শুভেন্দু
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও ভোটগ্রহণ।