সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল ঘোষণার আগেই হার স্বীকার দিলীপের

সাগরদিঘিতে জয়ের আশা দেখছেন না বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সোমবার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হতেই তিনি জানিয়ে দিলেন, “আমাদের জেতার সম্ভাবনা কম”।

দিল্লিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ”আমরা ২ নম্বর ছিলাম, ২ নম্বরে থাকারই সম্ভাবনা। জেতার সম্ভাবনা কম আছে আমাদের। অনেকগুলি দল আছে, দেখি কে জেতে।”

প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণের ফলে সাগরদিঘিতে উপনির্বাচন হল সোমবার। তৃণমূল তরফে প্রার্থী ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। জেলার পরিচিত, প্রতিষ্ঠিত ব‌্যবসায়ী বাইরন বিশ্বাসকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছিল কংগ্রেস। তাঁকে সমর্থন করেছে বামেরা। নবগ্রামের বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ সাহাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছিল বিজেপি। তবে ফল প্রকাশের আগেই হার মেনে নিলেন দিলীপ!

Related posts

চতুর্থ দফায় বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে গড় ভোট ৭৫.৬৬ শতাংশ

ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা