প্রথম পাতা খবর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যালার্ট! রাজনৈতিক স্লোগান লিখলেই বাতিল হবে খাতা, জানাল সংসদ

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যালার্ট! রাজনৈতিক স্লোগান লিখলেই বাতিল হবে খাতা, জানাল সংসদ

65 views
A+A-
Reset

করোনার কোপে ২০২০ সালে সব পরীক্ষা হয়নি। ২০২১ সালে আবার কোনও পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি। তবে করোনায় দাপট কমতে চলতি বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তাও অফলাইনে। কিন্তু মাধ্যমিকের উত্তরপত্র দেখতে গিয়ে চোখ কপালে উঠেছে পরীক্ষকদের। কারণ, কেউ সাদা খাতা জমা দিয়েছে তো কেউ হুবহু প্রশ্নপত্র টুকে এসেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কেউ কেউ আবার বহুল প্রচলিত রাজনৈতিক স্লোগান “খেলা হবে” উত্তরপত্রে লিখে এসেছে।

এর থেকে শিক্ষা নিয়েই এবার কড়া মনোভাব নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর আগেই একটি গাইডলাইন প্রকাশ করে সংসদ জানিয়ে দিল, উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে কোনওরকম অশোভন বাক্য, ছবি বা রাজনৈতিক স্লোগান লেখা যাবে না। নির্দেশ অগ্রাহ্য করলে উত্তরপত্রটি বাতিল হবে। শিক্ষা মহলের একাংশের দাবি, বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত।

২ এপ্রিল থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। সংসদের জারি করা গাইডলাইনে আরও বলা হয়েছে, যদি কোনও পরীক্ষার্থী এক ঘণ্টার মধ্যে উত্তরপত্র জমা দিয়ে বেরিয়ে যায়, তবে তাঁর উত্তরপত্রটিও বাতিল বলেই গণ্য করা হবে। প্রসঙ্গত, এবারের মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে পরীক্ষকরা হতবাক হয়েছেন। কিছু উত্তরপত্রে দেখা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান লিখে এসেছে পরীক্ষার্থীরা। তাই আগেভাগেই উচ্চমাধ্যমিকে এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপর হল সংসদ।

উল্লেখ্য, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ইতিমধ্যেই দুবার পরিবর্তন করতে হয়েছে সংসদকে। প্রথমে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও পরে বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনের জেরে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আরও জানিয়েছে, মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক চলাকালীন কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রিত হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.